কুরাইশ
قريش
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।
1
لِإِيلَـٰفِ قُرَيْشٍ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
যেহেতু কুরাইশের আসক্তি আছে,
সংক্ষিপ্ত তাফসীর
১. কুরাইশবাসীর অভ্যাস ও আসক্তির ফলে।
2
إِۦلَـٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্ম সফরের,
সংক্ষিপ্ত তাফসীর
২. শীতকালে নিরাপদে ইয়েমেনের প্রতি ভ্রমণ ও গ্রীষ্মকালে সিরিয়ার প্রতি ভ্রমণ।
3
فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَـٰذَا ٱلْبَيْتِ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
অতএব তারা ইবাদাত করুক এই গৃহের রবের,
সংক্ষিপ্ত তাফসীর
৩. তাই তারা যেন এককভাবে এ সম্মানিত গৃহের প্রতিপালকের ইবাদাত করে এবং তাঁর সাথে কাউকে শরীক না করে। যিনি তাদের জন্য উক্ত ভ্রমণকে সহজ করে দিয়েছেন।
4
ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন।
সংক্ষিপ্ত তাফসীর
৪. উপরন্তু যিনি তাদেরকে ক্ষুধায় অন্ন যোগিয়েছেন এবং আরবদের মনে তাঁর ঘর ও এর প্রতিবেশীদের সম্মান ঢেলে দিয়ে তাদেরকে ভয়-ভীতি থেকে নিরাপদ করেছেন।