আল-মাউন
الماعون
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।
1
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
তুমি কি দেখেছ তাকে, যে কর্মফলকে মিথ্যা বলে থাকে?
সংক্ষিপ্ত তাফসীর
১. আপনি কি ওকে চিনেন যে কিয়ামত দিবসের প্রতিদানের প্রতি মিথ্যারোপ করে?!
2
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
সেতো সে, যে পিতৃহীনকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
সংক্ষিপ্ত তাফসীর
২. সে ওই ব্যক্তি যে এতীমের প্রয়োজন না মিটিয়ে তাকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়।
3
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করেনা,
সংক্ষিপ্ত তাফসীর
৩. না সে নিজকে বা অন্য কাউকে অভুক্তকে খাদ্য দিতে উৎসাহিত করে।
4
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য –
সংক্ষিপ্ত তাফসীর
৪. তাই তো ওই সব নামাযীর জন্য ধ্বংস ও শাস্তি।
5
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
যারা তাদের সালাতে অমনোযোগী,
সংক্ষিপ্ত তাফসীর
৫. যারা নিজেদের নামায সম্পর্কে উদাসীন। সময় পার হয়ে যাওয়া পর্যন্ত এ নিয়ে তাদের কোনরূপ চিন্তা নেই।
6
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
যারা লোক দেখানোর জন্য ওটা করে।
সংক্ষিপ্ত তাফসীর
৬. যারা নিজেদের নামায ও আমলসমূহে লৌকিকতার আচরণ দেখায়। আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করে না।
7
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট খাট সাহায্য দানে বিরত থাকে।
সংক্ষিপ্ত তাফসীর
৭. অন্যদেরকে এমন সাহায্য দিতে বাধা প্রদান করে যাতে তাদের কোনরূপ ক্ষতি নেই।