আল-কাওসার
الكوثر
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।
1
إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
আমি অবশ্যই তোমাকে কাওছার দান করেছি,
সংক্ষিপ্ত তাফসীর
১. হে রাসূল! আমি আপনাকে প্রভ‚ত কল্যাণ দান করেছি। তন্মধ্যে রয়েছে জান্নাতের হাউযে কাউসার।
2
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় কর এবং কুরবানী কর।
সংক্ষিপ্ত তাফসীর
২. সুতরাং আপনি এ নিআমতের জন্য আল্লাহর উদ্দেশ্যে এককভাবে নামায প্রতিষ্ঠা ও কুরবাণী সম্পন্ন করার মাধ্যমে শুকরিয়া আদায় করুন। মুশরিকরা যেমন নিজেদের দেবতাদের নৈকট্য লাভের জন্য যবাই করে আপনি তা করবেন না।
3
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীইতো নিবংর্শ।
সংক্ষিপ্ত তাফসীর
৩. আপনার শত্রæই সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত এবং স্মৃতি থেকে এমনভাবে হারিয়ে যাওয়া লোক যে, তাকে স্মরণ করলে কেবল মন্দ নামেই স্মরণ করতে হয়।