ব্লগ পোস্ট

কবিতা - ফাগুনের গান

কবিতা - ফাগুনের গান

ফাগুন মাসে রুপের আগুন কৃষ্ণচূড়ার গায়, সবুজ পাতার আঁড়াল থেকে কোকিল ডেকে যায়। আম্রকানন সুবাস ছড়ায় মন মাতানো গন্ধে, শাখায় শাখায় সবুজ কুঁড়ি জাগে মহানন্দে। বন্ধ দেখি উত্তর বায়ু, শীতের মহা কম্পন, চুপি চুপি বয়ছে দেখো মৃদু সমীরণ। নেই কুয়াশা, হিমেল বায়ু, শিশির কণা কোন, মিষ্টি রোদের ছড়াছড়ি, নাতিশীতোষ্ণ। বরণডালা দোল খেয়ে যায়, শাখা প্রশাখায়, কে সাজালো এমন সাজে, একটু ভাব ভাই। ভালবাসা, শ্রদ্ধা সবি, তাঁহার তরে রাখি, ভালবেসে রুপ অপরূপ, দিলেন গানের পাখি। এসোনা ভাই সবাই মিলে, গায় তাহারি গান, দরুদ (সাঃ) পড়ি লাখো কোটি, যিনি মোদের প্রাণ। কবুল করে নাওগো প্রভূ, মোদের সকল স্তুতি, শান্তি ধারা, দাও অফুরান, মহানবীর (সাঃ) প্রতি। আরিফুল ইসলাম ভূঁইয়া। মধুবাগ, মগবাজার, রমনা, ঢাকা।
সব ব্লগ পোস্ট সাহিত্য ক্যাটাগরি