চল মুজাহিদ চলরে চল বাধার প্রাচীর ডিংগে চল, সাত সাগরের উর্মি দল মরু সাগর ও গিরি অচল, চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল। জালেম নেতার বাহুর বল নর পিশাচের বুকের বল, হত্যাকারীর মনের বল আঘাত হানিয়ে কর বিকল। চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল। পরাধীনতার প্রাচীর ভাং মুনাফেকদের গ্যাংটি ভাং, কাফির-মুশরিকের হাত-পা ভাং বন্দী খানায় পরা শিকল। চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল। হারাম কাজের ভিত্তি মূল নেশা খোরদের বংশকুল, “বিশ্ব” মোনাফেকদের মিথ্যা ছল করবি নিপাত থাক অটল। চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল। সিরাজী কবিতার পাতা-১...চলবে.. মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম। অধ্যাপক, বাংলা সাহিত্য ইসলামী গবেষণা বিভাগ, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম। এম.এম. বি.এ. (অনার্স) বাংলা সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
