আজানের ঐ মধুর সুরে মন ভেসে যায় বহু দূরে অাল্লাহু অাকবার ধ্বনিতে নাচে মন হর্ষ মনোরথে। আজানের ঐ মধুর সুরে পূর্ব দিকে সূর্য উঠে পলাশ,শিমুল,চাম্পা-বেলি হরেক রকম প্রসূন ফুটে। আজানের ঐ মধুর সুরে ঢেউ নাচে তালে তালে মাঝিরা ছুটে পশ্চিমেতে নায়ে নব পাল তোলে। আজানের ঐ মধুর সুরে ঘুম ভাঙে খুব ভোরে অাল্লাহু আকবার ধ্বনিতে মুমিন বান্দা শুরু করে। আজানের ঐ মধুর সুরে ভেদাভেদ সব ভুলে একসাথে দলে দলে হরদম মসজিদ পানে চলে। হেদায়ত উল্লাহ
