ইসলামী ফতোয়া
আমাদের দেশে বাজারে প্রচলিত এক প্রকার মেহেদী পাওয়া যায়। যা
উত্তর
প্রশ্ন আমাদের দেশে বাজারে প্রচলিত এক প্রকার মেহেদী পাওয়া যায়। যা গোল্ড মেহেদী নামে পরিচিত। উক্ত মেহেদীতে এমন এক প্রকার মেডিসিন দেওয়া হয়, যার দ্বারা মাত্র পাঁচ মিনিটে পুরোপুরি রঙ হয়ে যায় এবং যখন উক্ত মেহেদী উঠানো হয় তখন শরীর থেকে আলাদা আবরণের মতো উঠে আসে। এখন প্রশ্ন হল, উক্ত মেহেদী লাগানোর পর অযু করলে অযু হবে কি? উত্তর গোল্ড মেহেদী বা টিউব মেহেদী ব্যবহার করা জায়েয। এবং এগুলো ব্যবহার করে প্রলেপ উঠিয়ে ফেলার পর অযু-গোসল সবই সহীহ হবে। কেননা এ মেহেদী লাগানোর পর শরীরে যে রঙ অবশিষ্ট থাকে যার কোনো কোনোটিতে পরবর্তীতে আবরণের মতো উঠে তা আমাদের জানামতে চামড়ায় পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। তাই এগুলো ব্যবহার করতে সমস্যা নেই। Ñশরহুল মুনয়া ৪৮; রদ্দুল মুহতার ১/১৫৪ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার কাভেরি মেহেদী কি হালাল টিউব মেহেদী ব্যবহারের হুকুম হাতে মেহেদি দিলে কি নামাজ হবে টিউব মেহেদী ব্যবহারের হুকুম আল কাউসার মেহেদি ডিজাইন ২০২১ ছবি bangladesh হাতের মেহেদি মেয়েদের হাতের মেহেদি ডিজাইন মেহেদী ডিজাইন